মনে করুন কর্মব্যস্ত দীর্ঘ এক দিনের পর বাড়ি ফিরে দেখলেন, আপনার বাড়ি পুড়িয়ে মিশিয়ে দেওয়া হয়েছে মাটির সাথে । আপনার পুরা পরিবার, আপনার স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাই-বোন সবাই মরে পড়ে আছে পুড়ে-যাওয়া বাড়ির ।ভেতর। ঠিক তখনই আপনার ফোন বেজে উঠল। আপনাকে জানিয়ে দেওয়া হলো, আপনার সব বিনিয়াগে ধস নেমেছে। আপনি সর্বসান্ত। অল্প কিছু মুহূর্তের মধ্যে আপনি হারালেন আপনার বাড়ি টাকা পরিবার। এই সময়কার অনুভূতিটা কল্পনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত হারাল, তার যেন এমনটাই ঘটলো। এখানে আসরের সালাতের সময় ছুটে-যাওয়া, অর্থাৎ কাজা করার কথা বলা হচ্ছে। একেবারেই আদায় না করার কথা বলা হচ্ছে না। তার অবস্থা এমন যে, সে বাড়িতে গিয়ে তার বাড়িকে পুড়ে মাটিতে প্রতীত অবস্থায় দেখতে পেল এবং তার পরিবারের সকল সদস্যকে পেল মৃত অবস্থায়।
সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“যার আসরের সালাত ছুটে গেল, তার পরিবার-পরিজন ও সম্পদ যেন। ছিনিয়ে নেওয়া হলো।” [বুখারী,আস সহীহঃ ৩৬০২; মুসলিম আস সহীহঃ ২৮৮৬] ।
আপনার পরিবার, বাড়ি এবং সম্পদ শেষ হয়ে গেল । এটা হলো, যে সঠিক সময়ে।সালাত আদায় করতে পারেনি, তার ক্ষেত্রে। চিন্তা করুন, যে সালাত আদায় করে না তার ক্ষেত্রে কী হবে ! চিন্তা করুন, যদি শুধু আসরের সালাতই নয় বরং দৈনিক পাঁচবার এমন হয়! তার অবস্থান কেমন? চিন্তা করুন, এটা শুধু দৈনিক পাঁচবার না, বরং মাসের-পর-মাস, বছরের-পর-বছর ধরে একজন ব্যক্তি সালাত আদায় করে।; যদি সে প্রকৃতপক্ষেই একজন মুসলিম হয় তবে তার অপরাধবোধটা কেমন হওয়া উচিত?