0 item(s)
৳ 0

SHOPPING CART

×

No products in the cart.

শাইখ আলী জাবির আল ফাইফী 

শাইখ আলী জাবির আল-ফাইফি। একজন খ্যাতনামা আরব লেখক, গবেষক ও দায়ি। বর্তমানে তিনি সৌদি আরবের কিং খালিদ ইউনিভার্সিটিতে ‘শরিয়াহ ও আরবিভাষা বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখিকে দাওয়াহর মাধ্যম। হিসেবে বেছে নিয়েছেন। একে একে রচনা করে চলেছেন অনেক মূল্যবান গ্রন্থ। তাঁর বিখ্যাত রচনাবলির মধ্যে উল্লেখযােগ্য হলাে : লি-আন্নাকাল্লাহ, আর-রাজুলুন নাবিল, হিলইয়াতুল ওয়াকার, সিওয়ারু উম্মি, ইউসুফিয়্যাত ইত্যাদি।

তাঁর রচনায় মননশীলতা ও মৌলিকতার ছাপ পাওয়া যায়। হৃদয়ছোঁয়া ভাষা পাঠককে আলােড়িত করে। তাঁর রচনাবলি দাওয়াহর ময়দানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা শাইখের দীর্ঘ কর্মময় জীবন কামনা করি।

মোট 8 টি ফলাফল দেখাচ্ছে।

X