SHOPPING CART
×শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ
শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ
১৩৮০ হিজরী তে সিরিয়ার আলেপ্পোতে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন সৌদি আরবের রিয়াদে।। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তর সেখানেই সম্পন্ন করেন। এরপর তিনি যাহরান শহরে স্থানান্তরিত হন এবং সেখানে অনার্স সমাপ্ত করেন।
তাঁর শিক্ষকমণ্ডলীর মধ্যে রয়েছেন শাইখ আব্দুল আযিয বিন বায, শাইখ মুহাম্মদ সালিহ আল-উসাইমীন, শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-জিবরীন, শাইখ আব্দুর রহমান বিন নাসির আল-বাররাক, শাইখ সালিহ। আল-ফাউন, শাইখ আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আল-গুনাইমান প্রমুখ। প্রশ্নোত্তর দেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ) থেকে। দীর্ঘ ১৫ বছর শাইখের সাথে তাঁর সম্পর্ক ছিল।
শাইখ মুনাজ্জিদ আল-খােবার’ শহরের উমার ইবন আব্দিল আযিয জামে মাসজিদে দীর্ঘদিন। ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রচিত উল্লেখযােগ্য গ্রন্থসমূহ হচ্ছে—‘কুনু। আলাল খাইরি আওয়ানা’, ‘আরবাউনা নসীহা লি ইসলাহিল বুয়ুত’, ‘ছালাছা ও ছালাছিন সাবাবান। লিল-খুশু’, ‘আল-আসালিব আন-নাবাওয়িয়্যা। ফি ইলাজিল আখত্বাহ’, ‘আল-মানহিয়্যাত আশ-শারঈয়্যাহ’, ‘মাযা তাফআলু ফিল হালালিত তালিয়া’, ‘যাহিরাতু যাফিল ঈমান’, ‘উরিদু আন। আতুবা ওয়ালা কিন' ইত্যাদি।
তিনি ১৯৯৬ সালে islamqa.info (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) ওয়েবসাইট তৈরী করেন এবং আজ অবধি ওয়েবসাইটটির কার্যক্রম চালু আছে।।
1 থেকে 40 দেখাচ্ছে। মোট 71 টি আইটেম পাওয়া গিয়েছে